ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু থেকে ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্গ খ্যাত এ আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহের খবরে যোগ হয়েছে বাড়তি উত্তাপ।
জানা আছে, সোমবার (২২ ডিসেম্বর) ফেনী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান নান্টু ও তার ছেলে ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। নান্টুর পক্ষে ফরম সংগ্রহ করেন ফুলগাজী উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ইউসুফ মিয়া। আরিফুর রহমানের পক্ষে ফরম উত্তোলন করেন ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা।
ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল মজুমদার গোলাপ বলেন, বিএনপির দলীয় প্রার্থীর বাইরে অন্য একজন ফরম নিয়েছেন, সেজন্য আমরাও (নান্টু-আরিফ) নিয়েছি। ম্যাডাম যদি এককভাবে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন তাহলে আমরা জমা দেব না।
এ বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান নান্টু বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমার প্রতিনিধিরা ফরম নিয়েছেন।
এ ব্যাপারে জানতে মজুমদার আরিফুর রহমানকে কল করা হলেও রিসিভ করেননি।
এর আগে, গত রোববার (২১ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়াও এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।
উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
