ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশের আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোট। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরের কিং কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, এনসিপির জেলা কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত।
এবি পার্টি ফেনী জেলা কমিটির আহবায়ক মাস্টার আহছান উল্ল্যাহর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করবেন এনসিপির জেলা কমিটির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক ও এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক।
এনসিপি ফেনী জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাইমিন তাজিম জানান, বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এ সমাবেশ। সমাবেশে এবি পার্টি ও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমাদের জুলাইয়ের যে স্পিরিট আমরা সেটি ধরে রাখতে চাই। কোন বিভাজন না রেখে হাদী ভাইয়ের প্রতি সংহতি জানিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা তার হত্যাকারীদের বিচার দাবি করব সমাবেশ থেকে।
এবি পার্টির জেলা কমিটির প্রচার সম্পাদক হাবিব উল্ল্যাহ মিয়াজী বলেন, জোটের তিন দল একে অপরের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি বিপ্লবী ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এবং তার প্রতি সংহতি জানিয়ে এ শোক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে তিন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, আমরা জুলাইয়ের একতা ধরে রাখতে চাই।
